Balan deor

ব্যালন ডি অর জিতলেন রড্রি

খেলা

২০২৪ সালের ব্যালন ডি অর পুরষ্কার জিতলেন স্পেনের মিডফিল্ডার রড্রি । ব্যালন ডি অর অনুষ্ঠান শুরুর আগে নাটকের পর নাটক। শোনা যাচ্ছিল ভিনিসিয়াস এই ট্রফি জিতবেন না । তাই রিয়াল মাদ্রিদের কেউই প্যারিসে যাননি। শুধু তাই নয়। শোনা গেছিল যে ব্যালন ডি অরের সামনের সিট থেকে মুছে ফেলা হয়ে গেছিল ভিনি ও বেলিংহ্যামের নাম। ফলে খুব সহজেই বোঝা যাচ্ছিল যে কে পেতে চলেছেন এই ট্রফি। ম্যান সিটির হয়ে ২০২৩ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও এফ এ কাপ ( ত্রিমুকুট ) জিতেছিলেন রড্রি। স্পেনের হয়ে ২০২৪ এ ইউরো কাপও জিতেছেন এই মিডিও। তবে বছরের পর বছর ধরে এই ট্রফি তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। যোগ্য খেলোয়াড়রা পাচ্ছেন না এই পুরষ্কার। এই বিষয়ে এইবার নিজের ইনস্টাগ্রাম স্ট্যাটাসে কটাক্ষ করে একটি পোষ্ট করেন ফরাসি ফুটবলের কিংবদন্তি ফ্রাঙ্ক রিবেরি।

Comments :0

Login to leave a comment