বুধবার রাত ১২ : ৩০ টায় ( বৃহষ্পতিবার ) বার্সেলোনার লুইস কম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে বায়ার্নকে ৪ - ১ গোলে হারালো বার্সিলোনা। সৌজন্যে রাফিনহার হ্যাটট্রিক।
বায়ার্নের প্রাক্তন কোচ হানসি ফ্লিক বার্সেলোনার কোচ হয়ে আসার পর থেকেই এই ম্যাচ নিয়ে পারদ চড়ছিল। অতীতে মেসি থাকাকালীনই এই ফ্লিকের বায়ার্ন বার্সেলোনাকে হারিয়েছিল ৮ - ১ গোলে। লজ্জায় সেদিন মাঠ ছেড়েছিলেন মেসিরা। কিন্তু বৃহষ্পতিবার ফ্লিক সেই বদলা কিছুটা হলেও নিলেন নিজের প্রাক্তন দলের বিরূদ্ধে। এই মরশুমে ফ্লিকের হাতে পরে বদলে গেছে বার্সা। লা লিগায় ভালোদিদকে ৭ গোল , জিরোনাকে ৪ গোল , সেভিয়াকে ৫ গোল দেওয়ার পর বায়ার্নকে দিলো ৪ গোল ।প্রত্যেকটি ম্যাচেই নিজের জাত চেনাচ্ছেন ব্রাজিলিয়ান রাফিনহা। বায়ার্নের বিরুদ্ধে ১ , ৪৫ ও ৪৬ মিনিটে হ্যাটট্রিক করেন । ৩৬ মিনিটে আর একটি গোল লেওয়ানডস্কির । বায়ার্নের একমাত্র গোলদাতা হ্যারি কেন । এই ম্যাচের পর বার্সার পরবর্তী ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে।আগামী ২৭ অক্টোবর শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট। রিয়াল ইউসিএলে ডর্টমুন্ডকে ৫ - ২ গোলে হারিয়েছে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তাই শনিবারের হাইভোল্টেজ ম্যাচেই সম্ভবত ভাগ্য নির্ধারণ হতে চলেছে ব্যালন ডি অরের। ওই ম্যাচে দারুণ লড়াই দেখা যাবে দুই ব্রাজিলিয়ানের মধ্যে । এই মরশুমে দারুণ পারফরম্যান্স এর জেরে ব্যালন ডি অর জেতার অন্যতম প্রধান দাবিদার ভিনিসিয়াস। কিন্তু তার এই ট্রফি জেতার স্বপ্নে বাধা আনতে পারেন দারুণ ফর্মে থাকা রাফিনহা। শনিবারের এল ক্লাসিকো তাই স্বাভাবিক অর্থেই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
Comments :0