জলপাইগুড়ির বিভিন্ন মাঠের পরিকাঠামো ঠিক করতে গেলে সরকারি সাহায্য অবশ্যই প্রয়োজন। আর তা না হলে মাঠের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ সম্ভব না। পরিষ্কার একথা জানিয়ে দিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মন্ডল।
শীত পড়তেই জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের খেলা শুরু হবে। তাই মাঠে চলছে এখন রোলার দিয়ে মাঠ সমান করার কাজ। বড় আকৃতির রোলার এনে মাঠের এবাড়ো খেবড়ো জায়গা ঠিক করা হচ্ছে। এ বছর সুপার ডিভিশনের বিভিন্ন খেলা জলপাইগুড়ি জেওয়াইএমএ ক্লাব ময়দানে অনুষ্ঠিত হবে। তাই এখন চলছে মাঠের জোর কদমে পিচিং। আগামী কয়েক দিনের মধ্যেই সিএবির সুপার ডিভিশনের বিভিন্ন খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে ।
জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মন্ডল ও চেয়ারম্যান অলোক সরকার ও শনিবার উপস্থিত থেকে মাঠের পরিকাঠামোর কাজ দেখেন। তবে জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মন্ডল বলেন, মাঠের পুরো কাজ আমাদের পক্ষে করা সম্ভব না। এর জন্য সরকারি সাহায্য দরকার। সরকারি সাহায্য ছাড়া কোনোভাবেই মাঠের পুরো উন্নয়ন সম্ভব নয় ।
Jalpaiguri ground
সরকারি সহায়তার দাবি জলপাইগুড়ি ক্রীড়া সংস্থা সচিবের
×
Comments :0