Rahul Gandhi

ভগতবকে আক্রমণ রাহুলের

জাতীয়

ভারতের স্বাধীনতা প্রসঙ্গে আরএসএস প্রধান মোহন ভগবতের মন্তব্যের কড়া সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন তিনি বলেন, পৃথিবীর অন্য কোন দেশে যদি এই মন্তব্য তিনি করতেন তাহলে তাকে গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া শুরু করা হতো। সম্প্রতি মোহন ভগবত মন্তব্য করেছেন যে ভারতের স্বাধীনতা ১৯৪৭ সালের ১৫ আগস্ট নয়, দেশের স্বাধীনতা দিবস, রাম মন্দির প্রতিষ্ঠার দিন, অর্থাৎ ২২ জানুয়ারি ২০২৪। এই মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সমালোচনা শুরু হয়।
রাহুল কংগ্রেসের নতুন দপ্তরের একটি অনুষ্ঠানে গিয়ে ভগবতকে আক্রমণ করে বলেছেন, ‘‘আমরা এমন সময় এই নতুন সদর দপ্তরে পা রাখছি যখন আরএসএস প্রধান দাবি করছেন ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা পায়নি। তিনি বলছে দেশ তখন স্বাধীনতা পেয়ে যখন রাম মন্দির তৈরি হয়েছে। তিনি দেশের সংবিধানকে স্বাধীনতার প্রতীক হিসাবেও অস্বীকার করেছেন।’’ লোকসভার বিরোধী দলনেতা আরও বলেছেন যে তারই এই মন্তব্য প্রতিটা ভারতবাসীকে অপমান করেছে। এর বিরুদ্ধে সরব হওয়ার কথাও তিনি বলেছেন।
বুধবার রাহুল সরাসরি ভগবতকে চ্যালেঞ্জ করে বলেছেন, ‘‘ভারতের স্বাধীনতা, সংবিধান, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সম্পর্কে তার কী ধারাণা তা প্রকাশ্যে দেশবাসীর কাছে জানাতে হবে আরএসএস প্রধানকে।’’
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইকে জাতীয় দেবী অহিল্যা পুরস্কার প্রদানের সমাবেশে ভাষণ দিয়ে ভগবত বলেছিলেন যে অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠার দিনকে ‘প্রতিষ্ঠা দ্বাদশী’ হিসাবে উদযাপন করা উচিত কারণ এটি ভারতের ‘সত্যিকারের স্বাধীনতা’ চিহ্নিত করে। তিনি বলেন, ‘শতাব্দি ধরে শত্রুর আক্রমণের মুখোমুখি হওয়া ভারত সেদিন তার সত্যিকারের স্বাধীনতার সাক্ষী হয়েছিল। আমাদের স্বাধীনতা ছিল, কিন্তু তা প্রতিষ্ঠিত হয়নি। ভারত রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল ১৯৪৭ সালের ১৫ আগস্ট। আমরা একটি সংবিধানও এনেছিলাম কিন্তু দেশ চলেনি’’ তার কথায় দেশ চলেছে রাম, কৃষ্ণ এবং শিব কেবল তাদেরই উপাসনা করে। আরএসএস প্রধানের কথায়, রাম উত্তর থেকে দক্ষিণে, কৃষ্ণ পূর্ব থেকে পশ্চিমে এবং শিব রয়েছে ভারতের প্রতিটি কোণায়।

উল্লেখ্য ভারতের স্বাধীনতা এবং সংবিধানকে কোন দিন মান্যতা দেয়নি আরএসএস। দীর্ঘদিন নাগপুরের সদর দপ্তরের স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেনি তারা। সম্প্রতি সংবিধান নিয়ে আলোচনার সময় সংবিধান প্রনেতা বিআর আম্বেদকরের প্রসঙ্গ টেনে যেই কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেছেন তাতে আরএসএসের সংবিধান এবং আম্বেদকরকে মান্যতা না দেওয়ার যেই মানসিকতা তা প্রকাশ পেয়েছে।

Comments :0

Login to leave a comment