panchayet election 2023

রিপোর্ট চাইলো কমিশন

রাজ্য

ডোমকলখড়গ্রাম সহ একাধিক জায়গায় গন্ডগোলের ছবি ধরা পড়েছে মনোনয়নকে কেন্দ্র করে। অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। তবে শাসক দলের বাঁধাকে উপেক্ষা করে একাধিক জায়গায় মনোনয়ন জমা দিয়েছেন বামপন্থী প্রার্থীরা। এই পরিস্থিতিতে অশান্তির রিপোর্ট চাইল কমিশন। কেন বিরোধীদের মনোনয়নে বাঁধা দেওয়া হচ্ছে তা জেলা প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে। 

শুক্রবার মূর্শিদাবাদে খুন হয়েছেন এক কংগ্রেস কর্মী। বিভিন্ন জেলা থেকে বোমা ও অস্ত্র পাওয়া যাচ্ছে। বেআইনি অস্ত্রের বিষয়েও জেলা গুলিকে কড়া নির্দেশ দিয়েছে কমিশন। তবে প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বললেও একাধিক জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের দেখতে পাওয়া যাচ্ছে মনোনয়ন পর্বে। সিভিক ভলেন্টিয়ারদের নিরাপত্তার থাকতে দেখে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে বিরোধীরা। আইন অনুযায়ী চুক্তি ভিত্তিক কোন কর্মী ভোটে কাজ করতে পারবে না। তাহলে সিভিক ভলেন্টিয়াররা কি ভাবে কাজ করছে তা নিয়ে প্রশ্ন উঠছে। 

রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে স্পর্শ কাতর কোন জেলা এখনও সিদ্ধান্ত নেয়নি কমিশন।

Comments :0

Login to leave a comment