JBCSSR DONATION

জ্যোতি বসু গবেষণা কেন্দ্রে অর্থ দিলেন প্রবীণ নেত্রী

জেলা

মুর্শিদাবাদ জেলা সম্মেলনের মঞ্চে মহম্মদ সেলিমের হাতে অর্থ তুলে দিচ্ছেন স্বেতা চন্দ্র।

সিপিআই (এম)’র প্রবীণ নেত্রী শ্বেতা চন্দ্র জ্যোতি বসু সমাজ চর্চা এবং গবেষণা কেন্দ্রের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের হাতে রবিবার অর্থ তুলে দেন তিনি। 
সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্মেলনে রয়েছেন সেলিম। সেখানেই তাঁর হাতে অর্থ তুলে দেন এই প্রবীণ নেত্রী।
এদিন সম্মেলনে অনেকেই গণশক্তি এবং জ্যোতি বসু সমাজ চর্চা গবেষণা কেন্দ্রের জন্য টাকা দিয়েছেন।

Comments :0

Login to leave a comment