Accident in Shahjahanpur

উত্তর প্রদেশে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১১

জাতীয়

যাত্রীবোঝাই বাসের উপর উঠে পড়ল পাথর বোঝাই ট্রাক। ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে রয়েছে শিশু ও মহিলা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের শাহজাহানপুরে ৷ সীতাপুর থেকে পূর্ণগিরিতে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। বাসটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল৷ সেখান খাওয়া দাওয়া করতে নেমেছিলেন কেউ কেউ। অনেকেই আবার ঘুমিয়ে ছিলেন বাসে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ধাক্কা মারে বাসটিকে৷ উলটে যায় বাসটি ঘটনাস্থলে মারা যায় ১১ জন।‌ 


শাহজাহানপুরের পুলিশ সুপার অশোক কুমার মীনা জানিয়েছেন, ''রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে খুতার থানা গোলা বাইপাস সড়কে। সীতাপুর থেকে পূর্ণগিরি যাওয়ার পথে শাহজাহানপুরের একটি ধাবায় থেমেছিল বেসরকারি বাসটি। ধাবার কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ধাক্কা মেরেছে একটি ট্রাক। উলটে গিয়েছে বাসটি।  দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। ১০ জন আহত হয়েছেন। সব মৃতদেহ উদ্ধার হয়েছে। নিহতদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। আহতরা চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু হয়েছে''।

Comments :0

Login to leave a comment