Bhangor

ভাঙড় থেকে উঠলো ১৪৪ ধারা

রাজ্য জেলা

পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ে তৃণমূলের ব্যাপক বোমাবাজি

২০ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার করা হলো ভাঙড় থেকে। পঞ্চায়েত নির্বাচনের সময় বার বার উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। মনোনয়ন জমা দিতে গিয়ে হামলার মুখে পড়তে হয় আইএসএফ এবং সিপিআই(এম) কর্মীদের ওপর হামলা হয়। মনোনয়ন জমা দিতে গিয়ে খুন হন দুজন আইএসএফ কর্মী। তারপর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। 


পঞ্চায়েত ভোটের গণনার রাতে পুলিশের গুলিতে নিহত হন চারজন। তার মধ্যে তিনজন আইএসএফ কর্মী এবং একজন সাধারন গ্রামবাসী। আরাবুল ইসলাম এবং তার লোকজন গণনা কেন্দ্র দখল করলে কেন্দ্রে বাইরে জড়ো হন গ্রামের সাধারন মানুষ। রাতের অন্ধকারে তাদের ওপর গুলি চালানো হয়। তারপর থেকেই ভাঙড়ে ১৪৪ ধারা অনির্দিষ্ট কালের জন্য লাগু করা হয়। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এলাকায় ঢুকতে গেলে তাকেও আটকানো হয়। তবে এখনও পর্যন্ত এই গুলি চালানোর ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। আইএসএফের অভিযোগ পুলিশের পক্ষ থেকে বেচে বেচে আইএসএফ কর্মীদের বাড়ি হানা দেওয়া হচ্ছে এবং তাদের বিনা দোষে গ্রেপ্তার করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment