৭. ৬ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। জাপানের উত্তর-পূর্ব উপকূলে ভূমিকম্প আঘাত হানে। যার ফলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ৭. ৬ মাত্রায় হওয়া ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আওমোরি উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে। হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ফিলিপাইনের পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে যে ফিলিপাইন সুনামির ঝুঁকিতে নেই।
স্থানীয় সময় সোমবার রাত প্রায় ১১টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর আওমোরি, ইওয়াতে ও হোক্কাইডোর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। ভূমিকম্পটি রাত ১১:১৫ মিনিটে আঘাত হানে। সুনামি সতর্কতা জারি করে বলে হয়েছে অনেক এলাকায় ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ২০১১ সালের ভূমিকম্পে জাপানের রেলব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এদিনের ভূমিকম্পের পর ইস্ট জাপান রেলওয়ে কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।
সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিবৃতিতে সতর্ক করে দিয়েছে যে, এ ভূমিকম্পের ফলে জাপান ও রাশিয়ার উপকূল বরাবর কেন্দ্রস্থলের ১,০০০ কিলোমিটারের মধ্যে বিপজ্জনক সুনামি ঢেউ আসতে পারে।
জানা গেছে, এদিনের ভূমিকম্পের পর বহু মানুষ ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। কেউ কেউ ভূমিকম্পে কেঁপে ওঠার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। তবে এখনও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
Earthquake
জাপানে ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা
×
Comments :0