উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলায় ট্রাক্টর ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ঘটনায় ৭ শিশু সহ ১৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে কাসগঞ্জ জেলার পাটিয়ালির দরিয়াবগঞ্জ সড়কে। এ ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্কের সৃষ্টি হয়। প্রথমে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজে হাত লাগায়। পুকুর থেকে উদ্ধার হওয়া ছাত্রীদের উদ্ধার করে পটিয়ালি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। ট্রাক্টর ট্রলির যাত্রীরা ইটা জেলার কাহা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সিএমও রাজীব আগরওয়াল জানিয়েছেন যে দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন শিশু, আটজন মহিলা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
Tractor Falls In Pond In UP
উত্তর প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক্টর, শিশু সহ নিহত ১৫
×
Comments :0