ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা হল মঙ্গলবার। এদিন শ্রীলঙ্কার ক্যান্ডিতে সাংবাদিক সম্মেলন করে দল ঘোষণা করেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক রোহিত শর্মা। দলে কেএল রাহুল থাকলেও সঞ্জু স্যামসন বাদ গিয়েছেন।
বিসিসিআই জানিয়েছে, দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। ভাইস ক্যাপ্টেন হিসেবে থাকবেন হার্দিক পান্ডিয়া।
ভারতীয় দলের সাতজন ব্যাটার, চার বোলার এবং চার অলরাউন্ডার রয়েছেন।
দলে রয়েছেন, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, অক্ষর প্যাটেল, ঈশান কিষাণ এবং সূর্য কুমার যাদব।
Comments :0