Election date

নির্দেশিকায় নমুনা ১৬ এপ্রিল, ভোটের দিন নয়

জাতীয়

১৬ এপ্রিল লোকসভা ভোটের দিন ঘোষণা হয়নি। সেই দিনটিকে নমুনা হিসেবে ধরে প্রশাসনকে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। যেখানে বলা হয় যে আগামী ১৬ এপ্রিল লোকসভা নির্বাচন হতে পারে সেই বিষয়কে মাথায় রেখে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু করার। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই নির্দেশিকা। রটে যায় যে ১৬ এপ্রিল লোকসভা ভোট!

রাজ্য সরকারের এক আধিকারিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘প্রতি বছরই এই ধরনের নির্দেশিকা জারি করা হয়। একটা নির্বাচনকে কেন্দ্র করে অনেক প্রস্তুতি নিতে হয়। কোথায় বুথ হবে। কোথায় গণনা হবে। বাহিনী কোথায় থাকবে। কবে থেকে রুট মার্চ হবে। মনোনয়ন কবে নেওয়া হবে। এই সব নিয়ে একটা প্রস্তুতি লাগে। তার জন্য যদি একটা নির্দিষ্ট সময় না বেঁধে দেওয়া হব তাহলে কি ভাবে এই সব কাজ হবে।’’ তার কথায় দিল্লিতে নির্বাচনের আগে এই সব প্রস্তুতিকে কেন্দ্র করে একটি রিপোর্টও তাদের পাঠাতে হয়।

 

Comments :0

Login to leave a comment