একটি গুলি এবং আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। মঙ্গলবার রাতে দিনহাটা শহরের বাইপাস এলাকার একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ওই অস্ত্র উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত দুই যুবকের নাম নয়ন দাস এবং হামিদুল হক। নয়ন দাসের বাড়ি দিনহাটা ১ নম্বর ব্লকের বাঁশতলা এলাকায় এবং হামিদুলের বাড়ি দিনহাটা শহরের ১৬ নম্বর ওয়ার্ডে। কি কারণে ওই দুই যুবক গুলি সহ আগ্নেয়াস্ত্রটি নিয়ে আসছিল, এর পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে নাকি, অন্য কোন অপরাধমূলক কাজকর্মের উদ্দেশ্য রয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ। বুধবার দুজনকে আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কোচবিহার থেকে একটি গাড়ি দিনহাটা বাইপাস রোড ধরে শহরের দিকে ঢুকছিল। সেই সময় বাইপাস এলাকায় গাড়িটিকে আটক করে দিনহাটা থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিযে একটি গুলি এবং একটি ওয়ান শুটার আর্মস উদ্ধার হয়। গাড়িতে থাকা নয়ন দাস এবং হামিদুল হক নামে দুই যুবককে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ।
Dinhata
আগ্নেয়াস্ত্র সহ দিনহাটায় ধৃত দুই
×
Comments :0