বই কিনতে আসছেন অনেকেই। দেখছেন শারদীয় বুক স্টলের সম্ভার। জলপাইগুড়ি জেলার বিভিন্ন বুক স্টলেই এমনই অভিজ্ঞতা। জলপাইগুড়ির আসাম মোড়ে বিক্রয় কেন্দ্র ঘিরে সাড়াও উৎসাহ জোগাচ্ছে সিপিআই(এম) কর্মীদের।
সিপিআই(এম) জলপাইগুড়ি সদর-পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে চলছে এই মার্কসীয় পত্র পত্রিকা বিক্রয় কেন্দ্রটি।
শনিবার শারদীয় বুক স্টলটির উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক সুদীপন মিত্র। ছিলেন প্রাক্তন সংসদ জিতেন দাস, সিপিআই(এম) এরিয়া সম্পাদক তপন গাঙ্গুলি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জিতেন দাস বলেন, পার্টির জন্মলগ্ন থেকে মতাদর্শ চর্চার অন্যতম প্রধান কেন্দ্র পার্টির বুক স্টল। গোটা দেশে ও রাজ্যে রাজনৈতিক ফায়দা তুলতে বিভেদের বীজ বোনা হচ্ছে সরকারি উদ্যোগে। এর বিরুদ্ধে মতাদর্শের সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারতের ঐক্য ও সংহতির বার্তা মানুষের মাঝে পৌঁছে দিয়ে শাসক শ্রেণির বিরুদ্ধে জোরদার লড়াইয়ের হাতিয়ার হিসাবে মতাদর্শ চর্চার কেন্দ্র হিসেবে বুক স্টলকে জনপ্রিয় করার আহ্বান জানান তিনি।
Comments :0