গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মুক্তিপন আদায় করতে আসলে আশিঘর থানার পুলিশ ডাবগ্রাম ২নম্বর এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃত দুই যুবক হলো শুভঙ্কর সরকার ও নিলাদ্রি তালুকদার। সুভাষপল্লীর লিচু বাগান ও দক্ষিণ শান্তিনগরের বিনয় মোড় এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অনিল বর্মন নামে এক ব্যক্তিকে অপহরণ করে দুই যুবক। এরপর সন্ধ্যায় পরিবারের কাছে মুক্তিপন চেয়ে ফোন আসে। গোপন সূত্রে সেই খবর পুলিশের কাছে পৌঁছাতেই অন্য পোষাকে পুলিশ মুক্তিপন নিয়ে অপহৃত ব্যক্তির পরিবারের সদস্য সেজে ধৃতদের বলে দেওয়া জায়গায় পৌঁছায়। হাতেনাতে পুলিশ ধরে ফেলে দুই যুবককে। অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Siliguri
অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই
×
Comments :0