ISRAEL PALESTINE CONFLICT

শনিবার দ্বিতীয় দফায় বন্দী বিনিময় হামাস-ইজরায়েলের

আন্তর্জাতিক

শনিবার দ্বিতীয় দফায় ইজরায়েলি পনবন্দীদের একটি দলকে মুক্তি দেবে হামাস। প্রথম দিন ২৪ জনকে মুক্তি দেয় হামাস। 
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিবাহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা কর্মকর্তারা তালিকাটি পর্যালোচনা করছেন। নেতানিয়াহু এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার সরকার ৭ অক্টোবর ইজরায়েলে হামলার পর থেকে হামাসের হাতে আটক ২০০ জনেরও বেশি পনবন্দীকে মুক্ত করতে কাজ করবে।
চার দিনের যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দী বিনিময়ের প্রথম পর্যায়ে হামাস ১৩ জন ইজরায়েলি, থাইল্যান্ডের ১০ জন এবং একজন ফিলিপিনো নাগরিকসহ ২৪ জন পনবন্দীকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে হামাস।
মুক্তি পাওয়া ইজরায়েলি পনবন্দীদের মধ্যে পাঁচজন বয়স্ক নারী এবং চারজন শিশু এবং তাদের পরিবারের সদস্যরা য়েয়েছেন। বিনিময়ে ইসরাইল ও হামাসের মধ্যে সম্পাদিত চুক্তির অংশ হিসেবে ৩৯ জন প্যলেস্তিনীয় নারী ও শিশুকে ইজরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
ইজরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে আগামী কয়েক দিনের মধ্যে ৫০ জন পনবন্দীকে মুক্তি দেওয়া হবে।

Comments :0

Login to leave a comment