এসআইআরের শুনানি পর্বের তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকেরা। শুক্রবার নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বিভিন্ন শুনানি কেন্দ্রে মাইক্রো অবজ়ার্ভার হিসাবে নিয়োগ করা হবে।
১২ ডিসেম্বর মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। শুক্রবার কমিশন জানিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগ করা যাবে।
কমিশন সূত্রে খবর মাইক্রো অবজার্ভারদের কাজ হবে মূলত এসআইআর-এর শুনানি পর্বে ইআরও এবং এইআরও কাজে নজর রাখা। তারা কাজ করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনে। তাদের প্রশিক্ষণও দেবে সিইও দফতর। এনুমারেশন ফর্ম, ভোটারদের জন্ম ও মৃত্যুর শংসাপত্র এবং শুনানির জন্য আসা ভোটাদের নথি যাচাই করবেন মাইক্রো অবজার্ভার।
১১ ডিসেম্বর এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর ১৬ তারিখ প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যারা নিজেদের যোগ দেখাতে পারেননি। তাদের সকলকে শুনানিতে ডাকা হবে। এছাড়া তালিকায় নাম আছে কিন্তু সেই ভোটারের তথ্য নিয়ে যদি কমিশনের সন্দেহ থাকে তাহলে তাকেও শুনানিতে ডাকা হবে।
SIR West Bengal
এসআইআরের শুনানি পর্বে থাকবে স্পেশাল অবজার্ভাররা
×
Comments :0