মোহনবাগান দিবসে সবুজ মেরুন তাঁবুতে চাঁদের হাট। সেইসঙ্গে, এই দিনই প্রকাশ পেল প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী ‘ষোলো আনা বাবলু’।
শনিবার, ক্লাব তাঁবুতে উদযাপিত হল মোহনবাগান দিবস। যদিও মহরমের জন্য গোটা অনুষ্ঠানকে ভাগ ভাগ করে করা হচ্ছে এবার। তবে মূল অনুষ্ঠানের বড় একটা অংশ শনিবার সম্পন্ন হয়েছে। বাকিটা হবে রবিবার। প্রাক্তনীদের ফুটবল ম্যাচ ছাড়াও, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ময়দানের অতি পরিচিত বাবলুদার আত্মজীবনী।
এদিন ক্লাব তাঁবুতে উপস্থিত হন সুব্রত ভট্টাচার্যের জামাই তথা জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী, প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য সহ আরও অনেকে। সুনীল বলেন, “একটা জিনিস আজ বলতে চাই। আমি যখন প্রথম এসেছিলাম কলকাতায়, একজন মানুষ আমাকে শিখিয়েছিল ফুটবল জার্সির মাহাত্ম্য। তিনি হলেন এই সুব্রত ভট্টাচার্য। আমাকে উনি বরাবর বলতেন, নিজের সেরাটা উজাড় করে দাও।“
অন্যদিকে, মনোরঞ্জন ভট্টাচার্য বলেন, “মাঠে বাবলুদার আত্মবিশ্বাস অন্য মাত্রায় থাকত। উনি নিজেকে প্রমাণ করতে পেরেছেন।“
আর সুব্রত ভট্টাচার্য জানান, “আমরা দেখে শিখেছি। আমরা অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের তৈরি করেছি। আপনাদের ভালোবাসা পেয়ে ভালো লাগছে।“
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তাঁর মুখেও শোনা যায় সুব্রত ভট্টাচার্যের প্রশংসা। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় ময়দানের বাবলুদাকে। সেইসঙ্গে, লাল হলুদ উত্তরীয় পরানো হয় মোহনবাগান সচিব দেবাশিস দত্তকে।
Comments :0