এইআইআর কাজের চাপে সিইও দপ্তরের বাইরে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন বিএলওদের একাংশ। শুধু সিইও দপ্তরের বাইরেই নয় রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ করেন তাঁরা। তাঁদের নির্দিষ্ট অভিযোগ ছিল নোটিশের ওপর কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তার বাইরে ও তাদের কাজের চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। একাধিক বিএলও’র মৃত্যু হয়েছে অভিযোগ তুলে সিইও দপ্তরের বাইরে বিক্ষোভ দেখায় বিএলওদের একাংশ। ফলতায় এসআইআর’র কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন পর্যবেক্ষক।
বিএলওদের বিক্ষোভের কারণে সিও দপ্তরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকে বৃহস্পতিবারই চিঠি দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দ্বিতীয় এবং তৃতীয় তলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। এসআইআর-এর খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এরপর বৃহস্পতিবার থেকেই ভোটারদের হিয়ারিং’য়ের (শুনানি) জন্য নোটিস পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন বলেই খবর। সিইও দপ্তরের কোন আধিকারিক শুনানির জন্য যেখানেই যাবেন সেখানেই সঙ্গে যাবে কেন্দ্রীয় বাহিনী।
Central Forces
সিইও দপ্তরের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী
×
Comments :0