শনিবার রাত ১:৩০টায় ( রবিবার ) সান্তিয়াগো বার্নাবিউতে নামবে রিয়াল ও আটলেটিকো মাদ্রিদ। বর্তমানে ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এম্ব্যাপে ,ভিনির রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আটলেটিকো । তাই লড়াই হবে তুল্যমূল্য।এই ম্যাচের বিষয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন আটলেটিকোর প্রাক্তনী উরুগুয়ের হয়ে ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী দিয়েগো ফোরল্যান । ভারতের মাটিতে আইএসএলে মুম্বইয়ের হয়েও খেলে গিয়েছেন। ২০০৭-১১ পর্যন্ত দিয়েগো খেলেছিলেন আটলেটিকোর হয়ে। মোট ৮টি ডার্বি খেলেছেন ফোরল্যান । হেরেছেন ৭টি ও ১টি ড্র হয়েছে। দিয়েগো সিমিওনে কোচ হয়ে আসার পরে মোট ৪১ বারের মুখোমুখি সাক্ষাতে ১২ বার জয় পেয়েছে আটলেটিকো। সিমিওনের তত্ত্বাবধানে ভোল পাল্টে গেছিল আটলেটিকোর। এছাড়াও ২০১৪ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালেও রিয়ালের কাছে ডার্বি হারতে হয়েছিল সিমিওনেকে। তবে সিমিওনের আগমনের পরই মাদ্রিদ ডার্বি আকর্ষনীয় হয়ে উঠেছিল। এল ক্লাসিকোতে মাদ্রিদ বনাম বার্সিলোনা ম্যাচ বরাবরেই উত্তেজকপূর্ণ এবং প্রতিযোগিতামূলক হয়ে এসেছে। তবে একই শহরের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের লড়াইকেই মূলত বলা হয় ডার্বি। এই ম্যাচের মধ্যেই লুকিয়ে থাকে ডার্বির আসল মজা। দিয়েগো ফোরল্যান জানিয়েছেন যে, সিমিওনে আসার পরেই অনেক ট্রফি জিতেছে আটলেটিকো ,তারা খেলেছে দুটি চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে। তাই সিমিওনের কারণেই রিয়ালের মতো দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতা তৈরী হয়েছিল আটলেটিকোর। এখন পর্যন্ত মোট ২৩৭ বারের সাক্ষাতে ১১৬বারই জিতেছে রিয়াল । ৫৯বার জিতেছে আটলেটিকো । শনিবারের ম্যাচে নিজের প্রথম ডার্বি খেলবেন কিলিয়ান এম্ব্যাপে। এছাড়াও তাকে যোগ্য সহায়তা করবেন ভিনি , রদ্রিগো , বেলিংহ্যামরা। অন্যদিকে জুলিয়ান আলভারেজ , গ্রিজম্যানরাও তৈরী রিয়ালকে লড়াই ফিরিয়ে দিতে।
Comments :0