RAIL EVICTION JALPAIGURI

রেলের নোটিশে উচ্ছেদের আশঙ্কা, মিছিল জলপাইগুড়িতে

জেলা

জলপাইগুড়িতে বৃহস্পতিবার মিছিল স্টেশন বাজার ব্যবসায়ীদের।

জলপাইগুড়ি স্টেশন বাজারের‌ ব্যবসায়ীদের‌ নোটিশ পাঠিয়ে রেল। ২১ ডিসেম্বরের‌ মধ্যে রেলের কাটিহার‌ ডিভিশনের‌ ডিআর‌এম’র‌ সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে ওই নোটিশে। এতেই আতঙ্ক তৈরি হয়েছে ব্যবসায়ীদের‌ মধ্যে। 
নোটিশ পেয়ে‌ স্টেশন বাজারের‌ ব্যবসায়ীরা আশঙ্কা, রেলের জমি থেকে তাঁদের তুলে‌ দেওয়া হবে। বৃহস্পতিবার মিছিল করে জলপাইগুড়ির জেলাশাসকের‌ দপ্তরে আসেন‌ কয়েকশো‌ ব্যবসায়ী। কয়েক‌ দশকের পুরনো‌ এই‌ বাজার। রেলের জমি থেকে যাতে‌ তুলে না‌ দেওয়া হয় সেই দাবি করেন ব্যবসায়ীরা‌। এদিন জেলাশাসকের সঙ্গে দেখা করেন‌ ব্যবসায়ীদের‌ একটি প্রতিনিধি দল। জেলাশাসকের কাছে‌ একটি স্মারকলিপি তুলে দেন তাঁরা। 
ব্যবসায়ীরা‌ জানান, স্টেশন‌ বাজারে ছোট বড় মিলিয়ে প্রায় ৬০০ মানুষ ব্যবসা‌ করেন। এই বাজার‌ তুলে দিলে বহু পরিবার বিপন্ন হবে।। তাঁরা বলেন, আমরাও চাই‌ রেলের উন্নয়ন‌ হোক‌। তবে আমরা যারা‌ দীর্ঘদিন ধরে স্টেশন বাজারে ব্যবসা‌ করছি‌ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আমাদের দোকান তুলে দিলে আমরা পথে বসব।

Comments :0

Login to leave a comment