JALPAIGURI ACCIDENT

গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু শিশুর

জেলা

গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিশুর। মৃত শিশুর নাম শুভজিৎ রায় (১৩)। 

চার চাকার মালবাহী গাড়ি চালানো শিখতে গিয়ে এই মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ময়নাগুড়ি দেবীনগর বেসিক স্কুলের মাঠ সংলগ্ন এলাকায় মালবোঝাই গাড়িতে চলছিল প্রশিক্ষণ। সেই সময় মাঠের পাশেই সন্দীপ রায় সহ বাচ্চারা ছিল। আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের পাশে থাকা শিশুকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় দ্রুত তাকে সেখান থেকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

  এদিকে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা সেই মালবাহী গাড়িটিকে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী। গোটা ঘটনা তদন্ত করে দেখছে ময়নাগুড়ি থানার পুলিশ।।

Comments :0

Login to leave a comment