Fire at Delhi

দিল্লিতে অগ্নিদগ্ধ হয়ে মৃত ৭ শিশু

জাতীয়

দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু সুরক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

দমকলের তরফে জানানো হয়েছে, রাত ১১.৩২ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। দমকলের ১৬ টি ইঞ্জিন সেখানে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকে। 

হাসপাতালে কীভাবে আগুন লাগল, তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হাসপাতালে থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই ভয়াবহ কাণ্ড ঘটেছে।  আগুন বিভিন্ন ওয়ার্ডে দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আসে। ওই হাসপাতাল থেকে ১২ জন শিশুকে উদ্ধার করেন দমকল বাহিনীর কর্মীরা। শনিবার রাতেই মৃত্যু হয় ৬ শিশুর। আশঙ্কাজনক এক শিশুকে ভেন্টিলেশন সাপোর্টে রেখেছিলেন চিকিৎসকরা।  রবিবার সকালে তারও মৃত্যু হয়েছে। এখনো চিকিৎসাধীন রয়েছে আরও পাঁচ শিশু।

Comments :0

Login to leave a comment