Elephant Attack

মাঝরাতে হাতির হানা, অল্পের জন্য রক্ষা পেলেন বানারহাটের দম্পতি

জেলা

বানারহাট ব্লকের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য শালবাড়ি প্রমাণিক পাড়ায় বুধবার গভীর রাতে নেমে আসে চরম আতঙ্ক। স্থানীয় মরাঘাট বনাঞ্চলের খট্টিমারি এলাকা থেকে প্রায় আট থেকে দশটি হাতির একটি বিশাল দল হঠাৎই গ্রামে ঢুকে পড়ে। রাতভর সেই হাতির দলটি তাণ্ডব চালায়।
হাতির হানায় গ্রামের একটি ঘর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় ওই ঘরের ভিতরেই ছিলেন পিয়াসাল ওরাও এবং তাঁর স্ত্রী সাবন্তি ওরাও। হাতির অতর্কিত আক্রমণে ঘরটি সজোরে কেঁপে উঠলে দ্রুত সাবন্তি ওরাও কোনওমতে ঘর থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে ঘরের ভিতরেই আটকা পড়ে যান পিয়াসাল।


প্রাণ বাঁচাতে দ্রুত তিনি ঘরের শোবার চকির নিচে লুকিয়ে পড়েন। এই সময় হাতির দলের চারটি ছোট হাতি ক্ষতিগ্রস্ত ঘরটির ভিতরে ঢুকে পড়ে। তারা ঘরের ভেতরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করে দেয়। সৌভাগ্যক্রমে, চরম বিপদের মুখেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান পিয়াসাল ও তাঁর স্ত্রী সাবন্তি।
ঘটনার খবর পেয়ে গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়ার্ডের বনকর্মীরা। বনকর্মীরা এসে দীর্ঘ চেষ্টার পর হাতির দলকে ফের জঙ্গলে ফেরত পাঠানোর কাজ শুরু করেন।

Comments :0

Login to leave a comment