‘‘প্রশ্নের মুখোমুখি মুখ্যমন্ত্রীকে হতেই হবে, যতদিন না পর্যন্ত রাজ্যের মাটিতে ছাত্র ছাত্রীরা গণতান্ত্রিক অধিকার ফিরে পাচ্ছে, যতদিন না ‘অভয়া’ বিচার পাচ্ছে।’’
লন্ডনের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তৃতার সময় বিক্ষোভ প্রসঙ্গে একথা বললেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে।
তিনি বলেন, ‘‘কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন নেই। ড্রপ আউট বাড়ছে, বাল্য বিবাহ বাড়ছে, রাজ্যে শিশু শ্রমিক বাড়ছে আর মুখ্যমন্ত্রী বিদেশের মাটিতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবেন এটা মেনে নেওয়া যায় না। যতদিন না পর্যন্ত রাজ্যের ছাত্র ছাত্রীরা শিক্ষা ক্ষেত্রে তাদের অধিকার ফিরে পাচ্ছেন, অভয়া বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত যেখানে মুখ্যমন্ত্রী যাবেন মিথ্যা বলতে এসএফআই সেখানে পৌঁছে যাবে তার মিথ্যার প্রতিবাদ করতে।’’
গতকাল ভারতীয় সময় রাত ১০:৩০ – ১১টা নাগাদ কেলগ কলেজে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সময় প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্ত ভাবে প্রতিবাদ জানায় প্রেক্ষাগৃহে একাংশ। মুখ্যমন্ত্রী তাঁদের উদ্দেশ্যে বলতে থাকেন।
আর জি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ খুন কাণ্ডের পর বিশ্বের বহু জায়গায় প্রতিবাদে নেমেছিলেন ভারতীয়রা। মুখ্যমন্ত্রী সেই ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়েন এই বক্তৃতার সময়ও। তিনি বলতে থাকেন তদন্ত কেন্দ্র সরকার করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রের উপর শিক্ষামন্ত্রীর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনাতেও ওঠে প্রশ্ন।
মুখ্যমন্ত্রী উত্তেজিত হয়ে গিয়ে পাল্টা বলতে থাকেন, বামফ্রন্ট সরকারের সময় তাঁকে বিভিন্ন অত্যাচারের শিকার হতে হয়েছে। মাথায় ব্যান্ডেজ বাঁধা সেই ছবি দেখাতে থাকেন তিনি।
প্রতিবাদীরা প্রশ্ন করেন, ‘অভয়ার বিচার কবে হবে? কেন তার সরকার দোষীদের আড়াল করছে?’ তিনি বলেন, ‘এটা ওদের স্বভাব ঝামেলা করার।’
উল্লেখ্য মুখ্যমন্ত্রীর সাথে থাকা বেশ কিছু তৃণমূল নেতা যারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে লন্ডন সফরে গিয়েছেন তাঁরা তেড়ে আসেন প্রতিবাদীদের দিকে। কলেজে অধ্যাপক, নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘আরজিকরে নির্ভয়ার যন্ত্রণা আমাদের সকলের আছে। তাই প্রশ্ন হয়েছে। ক্যাম্পাসে গণতন্ত্র, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের দুরাবস্থা নিয়ে মমতা ব্যানার্জি এবং ওনার বাহিনীকে এসএফআই প্রশ্ন করবেই। থ্রেট কালচারের বিরুদ্ধে কথা হবেই। যখন বেকারত্বে রাজ্য ডুবে, সে সময় ৪৬% বেকারত্ব কমিয়ে দেওয়ার মিথ্যাচারের বিরুদ্ধে প্রশ্ন হবেই। ইংল্যান্ড হোক বা ইংলিশবাজার।’’
SFI
অসত্য বললে প্রশ্নের মুখে পড়তে হবে মুখ্যমন্ত্রীকে, বলল এসএফআই

×
Comments :0