কমিউনিস্ট মতাদর্শের বই থাকায় বইমেলা করতে দিল না বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। এমনই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত উত্তরাখন্ডে।
ওই রাজ্যের পৌরি গাড়ওয়াল কলেজে একটি বইমেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আরএসএসের মতাদর্শে বিশ্বাসী এবিভিপির আপত্তিতে বইমেলা স্থগিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
হেম পান্ত নামে এই বইমেলার একজন সংগঠক জানিয়েছেন যে প্রথমে তাদের বইমেলা করার অনুমতি দেওয়া হয় এবং একটি হল তাদের জন্য বরাদ্দ করা হয়েছিল বিভিন্ন আলোচনা সভা সংগঠিত করার জন্য। কিন্তু পরবর্তী সময়ে তাদের সেই অনুমতি বাতিল করা হয়। তিনি আরও জানান যে অন্যত্র বইমেলা করার জন্য তারা অনুমতি নিতে চাইলে জানতে পারে যে রামলীলা ময়দানে ঐদিন কোন বইমেলা করা যাবে না তার কারণ আরএসএস তাদের সাংগঠনিক কর্মসূচির জন্য মাঠটি আগে থেকে নিয়ে রেখেছে।
ওই সংগঠক আরও অভিযোগ করেন যে উগ্র হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে তাদের হুমকি দেওয়া হয় বইমেলা সংগঠিত করলে তারা তাদের সব কটি বই আগুনে জ্বালিয়ে দেবে তার। কারণ কমিউনিস্ট মতাদর্শ অবলম্বিত একাধিক বই সেই বইমেলার বিভিন্ন স্টলে থাকবে। কমিউনিস্ট মতাদর্শ এবং কমিউনিস্টদের কথা যাতে মানুষের কাছে না পৌঁছায় সেই জন্যই এই চূড়ান্ত হুঁশিয়ারি বলে মনে করছেন অনেকে। শুধু কমিউনিস্ট মতাদর্শগত বই না বিভিন্ন বিষয়ের প্রায় ৭০ হাজার বই বইমেলায় বিক্রি হওয়ার কথা ছিল।
এই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষের দাবি যে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে এমন বই সংগঠকদের পক্ষ থেকে বইমেলায় রাখার হবে এবং তা বিক্রি করা হবে এই কথা জানতে পেরে তারা বইমেলার অনুমতি বাতিল করে।
এই প্রথম না কমিউনিস্টদের ওপর আরএসএস এবং তার বিভিন্ন শাখার আক্রমণ একাধিকবার বিভিন্নভাবে নেমে এসেছে। জাতীয় শিক্ষানীতির মাধ্যমে গোটা শিক্ষা ক্ষেত্রকে গৈরিকীকরণ করতে চাইছে বিজেপি। আরএসএস এর মতাদর্শ যাত্রা থেকে ছড়িয়ে দিতে চাইছে তারা উগ্র হিন্দুত্ববাদীদের এই মনোভাব এবং সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে বরাবর লড়াই করে এসেছেন কমিউনিস্টরা। আর তাই কমিউনিস্টদের মতাদর্শ এবং কমিউনিস্টদের বিভিন্ন কার্যকলাপ আটকাতে এতটাই মরিয়া আরএসএস।
ABVP
কমিউনিস্ট মতাদর্শের বই থাকায় বইমেলা করতে দিল না এবিভিপি
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24127/67aeeec0e705b_abvp.jpg)
×
Comments :0