Agri Workers Union Maldah

বিপন্ন পরিযায়ী পরিবারের পাশে থাকবে খেতমজুর ইউনিয়ন, ঘোষণা মালদহে

জেলা

শুক্রবার সারা ভারত খেতমজুর ইউনিয়নের মালদহ জেলা সম্মেলনের লোগো প্রকাশ।

জেলায় কাজ নেই। বিপুল সংখ্যায় পরিযায়ী। অন্য রাজ্যে গিয়ে হেনস্তার মুখে পড়ছেন মালদার পরিযায়ী শ্রমিকরাও। কেন্দ্রের বিজেপি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বাংলাভাষীদের বাংলাদেশি চিহ্নিত করার নির্দেশ জারি করেছে। আর রাজ্যের তৃণমূল সরকার প্রয়োজনীয় হস্তক্ষেপ করছে না। হেনস্থার শিকার সব পরিবারের পাশে দাঁড়াবে সারা ভারত খেতমজুর ইউনিয়ন। 
সারা ভারত খেতমজুর ইউনিয়নের মালদহ জেলা চতুর্থ সম্মেলনের অভ্যর্থনা কমিটি গঠিত হলো শুক্রবার। তাকে ঘিরে কর্মসূচিতে এই ঘোষণা করেন নেতৃবৃন্দ। আগামী ২০-২১ ডিসেম্বর ওল্ড মালদহ ওসমানিয়া হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হবে সম্মেলন। 
মালদহে খেতমজুর পরিবারের বহু যুব অন্য রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছেন। এলাকায় কাজ নেই। একশো দিনের প্রকল্প বন্ধ হাইকোর্টের রায়ের পরও। বারবার বহু ঘটনায় হেনস্তা হচ্ছেন, আবার দুর্ঘটনায় নিহতও হচ্ছেন। রাজ্য প্রশাসন প্রয়োজনীয় ভূমিকা নেয় না। নেতৃবৃন্দ ক্ষোভ জানিয়েছেন। আন্দোলন গড়ার ডাক দিয়েছেন। পাশাপাশি বিপন্ন পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছেন ফের।
শুক্রবার এক সভার মধ্য দিয়ে অভ্যর্থনা কমিটি গঠিত হল। সভাপতি, কার্যকরী সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে প্রবীর লাহিড়ী, জয়ন্ত পোদ্দার, সাধন দাস ও জয়দেব ঘোষ। 
এরপর একটি মিছিল করে উপস্থিত সকলে মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে গেলে প্রকাশ্য সভায় অনুষ্ঠিত হয় জেলা সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে। সভায় সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, জামিল ফিরদৌস, সাধু টুডু, প্রণব দাস, সাধন দাস ও গণ-আন্দোলনের নেতা কৌশিক মিশ্র বক্তব্য রাখেন। 
তাঁরা বলেন, মালদহ জেলার ৫ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক জেলায় কাজ না পেয়ে ভিন রাজ্যে কাজে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেকের মৃত্যুও হচ্ছে। এ নিয়ে কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কোন হেলদোল নেই। এই সমস্যা নিয়ে আমাদের সক্রিয় হতে হবে। এমন সব পরিবারের পাশে দাঁড়াতে হবে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন