শিবরাজ সিং চৌহানের সরকারই মন্দসৌরে গুলি চালিয়েছিল কৃষকদের ওপর। ২০১৭’র ৬ জুন পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ৬ কৃষক। তাঁকেই কৃষিমন্ত্রী করেছেন নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্ত নিন্দাজনক।
মঙ্গলবার বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে সারা ভারত কৃষক সভা। সোমবারই মন্ত্রীসভার দায়িত্ব বন্টন হয়। চৌহানকে কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
কৃষকসভা এদিন বলেছে, ‘পিএম কিসান নিধি’-র ১৭ তম কিস্তির টাকা ছাড়ার সিদ্ধান্ত আসলে চোখে ধুলো দেওয়া। ১৫৯টি গ্রামীণ কেন্দ্রে বিজেপি পরাজিত হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুল পথই আঁকড়ে রয়েছেন।
মন্দসৌরে কৃষক বিক্ষোভে গুলি চালনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছিল সারা দেশে। কৃষকরা সার, বীজ, বিদ্যুতের দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন। কৃষকসভা বলেছে, শিবরাজ সিংয়ের হাতে কৃষকের রক্ত লেগে রয়েছে।
কৃষকসভা বলেছে, ‘‘কৃষকদের মূল দাবি প্রকৃত খরচের ৫০ শতাংশ যোগ করে ন্যূনতম সহায়ক মূল্য তৈরি হোক। স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর হোক। সেটিই এড়িয়ে যাচ্ছেন মোদী।’’
AIKS SHIVRAJ SINGH
শিবরাজের হাতে কৃষকের রক্ত: কৃষকসভা
×
Comments :0