শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। লাহোরের গদাফি স্টেডিয়ামে নামবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। খেলা শুরু হবে দুপুর ২:৩০ টায়। গত দুই তিন দিন রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ । শুক্রবার লাহোরেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে দর্শকরা এমন একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ ম্যাচ দেখা থেকে বঞ্চিত হতে পারেন । আফগানিস্তানের জন্য ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ। দক্ষিন আফ্রিকার কাছে হারের পর ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটিয়ে দিয়েছে তারা । দুর্দান্ত ফর্মে রয়েছেন ইব্রাহিম। সদ্য সম্পূর্ণ করেছেন তার আন্তর্জাতিক ষষ্ঠতম শতরান। তাই এডাম জাম্পা, স্টার্ক, কামিংসরা বেশ সতর্ক। এখনও পর্যন্ত এই দুই দেশের মধ্যে যে ৪টি ম্যাচ হয়েছে তার মধ্যে ৪ টিই জিতেছে অজিরা। তবে এই আফগানরা কিন্তু বেশ ভয়ংকর। এই ম্যাচে জয় তুলে নিতে পারলে সেমিতে যাওয়ার একটা সুযোগ চলে আসবে গুরবাজ, শাহিদির কাছে।
ফের বৃষ্টিবাধায় পরিত্যক্ত হল ম্যাচ । প্রথম ইনিংসে লাহোরে আফগানরা করে ২৭৩ রান । দ্বিতীয় ইনিংসে অজিরা ১২.৫ওভারে করেছিল ১০৯ রান । তারপরেই বৃষ্টির কাৰণে পরিত্যক্ত হয় ম্যাচ । ফলে দুই দলকেই ১টি করে পয়েন্ট দিয়ে দেওয়ায় ৪পয়েন্ট নিয়ে সেমিতে প্রবেশ করেছে অস্ট্রেলিয়া । ৩ পয়েন্ট আফগানিস্তানের । শনিবার দক্ষিণ আফ্রিকাকে ইংল্যান্ড হারাতে পারলেই সেমির দরজা খুলে যাবে আফগানিস্তানের ।
Comments :0