PURULIA AGICULTURAL WORKERS

মজুরি দাও, কাজ দাও: মিছিল খেতমজুরদের

জেলা

পুরুলিয়ার কাশিপুর ব্লকের গৌরাঙ্গডিহি গ্রাম পঞ্চায়েতে মিছিল করেন খেতমজুররা।

একশো দিনের কাজে মজুরি মেলেনি। নতুন কাজও নেই। চাষের কাজ কম। গ্রামে কাজ নেই। তীব্র গরমের মধ্যেই বকেয়া মজুরির দাবিতে মিছিল করছেন খেতমজুররা। সারা ভারত খেত মজুর ইউনিয়নের ডাকে রাজ্যের বিভিন্ন এলাকায় হচ্ছে মিছিল। বৃহস্পতিবার পুরুলিয়ার কাশিপুর ব্লকের গৌরাঙ্গডিহি গ্রাম পঞ্চায়েতে মিছিল করেন খেতমজুররা। 

 

বকেয়া মজুরির পাশাপাশি নতুন করে কাজ শুরু করার দাবি জানিয়েছেন গ্রামের সবচেয়ে গরিব অংশ। দাবি উঠেছে, আবাস যোজনায় সব গরিবের বাড়ি চাই।

পশ্চিমবঙ্গে একশো দিনের কাজে দীর্ঘসময় ধরে দুর্নীতির একের পর এক অভিযোগ উঠেছে। ভুয়ো জবকার্ড থেকে কাজ না করে দেখানোর মতো দুর্নীতির নজির পেশ করে গিয়েছে তৃণমূল কংগ্রেস। খেতমজুর আন্দোলনের নেতৃবৃন্দ বলছেন, যারা দোষী তাদের শাস্তি দিল না কেন্দ্রের বিজেপি সরকার। কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কেড়ে নেওয়া হলো গ্রামের গরিবের ভাত। 

Comments :0

Login to leave a comment