Salim on Sagardighi result

লুট আর বিভাজন বিরোধী ঐক্যকে সমর্থন সাগরদিঘির : সেলিম

রাজ্য

‘‘মানুষ দুর্নীতি, দূস্কৃতি তন্ত্র থেকে মুক্তি চাইছে তার প্রতিফলন সাগরদিঘির ফলাফলে।’’ সাগরদিঘি উপ-নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের জয়ের পর বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 

তিনি আরও বলেন যে, মানুষ অনেকদিন আগেই তৃণমূলের থেকে পরিত্রান চেয়েছিল। তাঁর কথায়, ‘‘মানুষ অনেক আগেই পরিত্রান চেয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি বাংলার রাজনীতিতে বিজেপিকে নিয়ে আসে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করার জন্য। যারা জাত পাতের ভিত্তিতে মানুষকে ভাগ করেছে, লুঠ করেছে , মানুষের অধিকার কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে সাগরদিঘির মানুষ রায় দিয়েছেন।’’ তৃণমূল বিজেপি সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক বার বার দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গ টেনে এদিন সেলিম বলেন, ‘‘মানুষ তৃণমূল-বিজেপি বিরোধী জোটকে সমর্থন দিয়েছে।’’ এর সাথে তিনি আরও বলেন, ‘‘মানুষের দেওয়া দায়িত্ব পালন করতে হবে।’’ সাগরদিঘির ফল ভবিষ্যতে সুদুর প্রসারি হবে বলে আশাবাদি সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক। 

সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘‘বালিগজ্ঞ, শান্তিপুর বিধানসভা উপ-নির্বাচনে সিপিআই(এম)’র ভোট বাড়ার একটা প্রবনতা ছিল। তৃণমূলকে একমাত্র বিজেপি হারাতে পারে সেই মিথ আজ ভেঙে গিয়েছে।’’ চক্রবর্তী বলেন, ‘‘গত বিধানসভা ভোটের তুলোনায় তৃণমূলের ৩০ হাজার ভোট কমেছে। বিজেপির ২০ হাজার ভোট কমেছে।’’  

আগামী পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবে কি না তা জানতে চাওয়া হলে সেলিম বলেন, ‘‘এই জোট শুধু নির্বাচনের জন্য নয়। মানুষের প্রতিদিনের রুটি রুজি লড়াইয়ের দাবি নিয়ে লড়াই করবে এই শক্তি।’’

কেন্দ্রীয় বাহিনীর দাবি পঞ্চায়েত ভোটে সিপিআই(এম)’র পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনীর দাবি করা হবে কিনা তা প্রশ্ন করা হয়। এই প্রশ্নের উত্তরে সেলিম বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনকে ভোট পরিচালনা করার ক্ষেত্রে দৃঢ় হতে হবে। অতীতে রাজ্যের প্রাক্তন মুখ্য-নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে সুষ্ট ভাবে পঞ্চায়েত নির্বাচন করানোর জন্য রাজ্যের আপত্তি থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতের দারস্থ হন।’’

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর জামিন প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘প্রথম থেকেই বলে আসা হয়েছে যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে নওশাদকে। আদালতে পুলিশ কোন প্রমান দেখাতে পারেনি।’’ মিথ্যা মামলার প্রসঙ্গে টেনে সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক বলেন, ‘‘যত মিথ্যা মামলা হয়েছে সেই সব নথি নিয়ে আদালতের দারস্থ হব আমরা। কমিটি গঠন করে মামলা গুলির তদন্তের আবেদন করা হবে। যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তাদের মুক্তি এবং মামলা খারিজের পাশাপাশি যেই পুলিশ কর্মীরা এই সব মামলা দিয়েছে তাদের শাস্তির দাবিও আমরা জানাবো।’’  

Comments :0

Login to leave a comment