AGRICULTURAL WORKERS RALLY

ফরাক্কায় বিপুল সমাবেশ খেতমজুর সম্মেলনে

রাজ্য জেলা

AGRICULTURAL WORKERS RALLY সারা ভারত খেতমজুর ইউনিয়নের দ্বিতীয় রাজ্য সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন। বক্তব্য রাখছেন এ বিজয়রাঘবন।

ফরাক্কার দখল নিলেন খেতমজুররা। শুক্রবার এখানেই শুরু হয়েছে সারা ভারত খেত মজুর ইউনিয়নের দ্বিতীয় সম্মেলন। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় সম্মেলন। 

ফরাক্কায় দ্বিতীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশে মিলিত হয়েছেন রাজ্যের গ্রামাঞ্চলের সবচেয়ে গরিব অংশ খেতমজুর। 

সম্মেলনের বার্তায় সংগঠনের রাজ্য সম্পাদক অমিয় পাত্র বলেছেন, কৃষি সঙ্কটের ভয়াবহ প্রভাব পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে। একশো দিনে কাজের মজুরি নেই। কাজ বন্ধ হয়ে রয়েছে প্রায় এক বছর। তার মধ্যে আবাস দুর্নীতির জেরে টাকা পাচ্ছেন না গ্রামের গরিবরা। সব গরিবকে পাকা ছাদের জন্য অর্থ দিতে হবে।  

এদিন সমাবেশে খেতমজুর নেতৃবৃন্দ কেন্দ্র এবং রাজ্যের দুই সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেন। তাঁরা শুনিয়েছেন গঙ্গাভাঙনে বিধ্বস্ত ফারাক্কার যন্ত্রণা। তাঁরা বলেছেন, কেবল ‘নমামি গঙ্গে’ বললে হবে না। গঙ্গাভাঙনে বিপর্যস্ত সবচেয়ে গরিব মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

সমাবেশে বক্তব্য শুরু করেছেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি এ বিজয়রাঘবন। 

Comments :0

Login to leave a comment