পঞ্চায়েতে আস্থা নেই গ্রামের মানুষের। আবাস প্লাসের গ্রাম সভায় ক্ষোভের ছবি দেখা গেল খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতে। সোমবার খড়গ্রাম ব্লকের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতে গ্রাম সংসদ সভা ডাকা হয়েছিল। শুরুতেই সভার মঞ্চে দেখা যায় তৃণমূল নেতাদের। প্রধানের বদলে সভায় নেতৃত্ব করেন, প্রাক্তন প্রধান, বর্তমানে মেম্বার কামরুজ্জামান সরকারই।
আবাস প্লাসের বাড়ির তালিকা পড়া শুরু হয় সভায়। ব্লক স্তরের আধিকারিকদের ছাড়া সভা শুরু করতে রাজি ছিলেন না গ্রামের মানুষ। প্রবল বিক্ষোভে থমকে যায় সভা। পঞ্চায়েতের প্রধান সাজিদ সেখ সভা বানচাল বলেও ঘোষণা করেন। তবে গ্রামের মানুষ লিখিত বয়ান চাইলে তিনি জানান, সভা শুরু হবে। খড়গ্রাম ব্লকের জয়েন্ট বিডিও অরুণাভ মণ্ডল এলে অবশেষে শুরু হয় সভা। তবে আবাস তালিকা নিয়ে গ্রামবাসীদের প্রশ্নের জবাব দিতে পারেননি তিনিও। প্রায় চারটে নাগাদ পঞ্চায়েতের কাছে আসেন খড়গ্রাম ব্লকের বিডিও বাপি ধর। মানুষের ক্ষোভের আঁচ পেয়ে সেখান থেকে সরে আসেন তিনিও।
গ্রামবাসীদের দাবি, আবাস প্লাসের লিস্ট নতুন করে তৈরি করতে হবে। তালিকা থেকে তৃণমূল ঘনিষ্ট পাকা বাড়ির মালিকদের নাম বাদ দিতে হবে।
ক্ষোভের মুখে পড়ে গ্রাম সংসদ সভা বাতিল বলে ঘোষণা করেন গ্রাম পঞ্চায়েত প্রধান, ব্লক আধিকারিকরা। জানান,
Comments :0