কথায় বলে ' পুরোনো চাল ভাতে বাড়ে '। বাংলার এই প্রবাদবাক্যটি এবার ফলতে চলেছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের ক্ষেত্রে। কোচ থমাস টুচেল আগামী বুধবার রাত ১২:১৫তে ( বৃহস্পতিবার ) বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচে নামাবেন তার দলকে। সার্বিয়ার বিরুদ্ধে টুচেল তার ইংল্যান্ড দলে ফেরাতে চলেছেন পুরোনো স্ট্রাটেজিই । লং বল এবং লং থ্রো ইনের স্ট্রাটেজিতে ফিরতে চলেছেন টুচেল। সেইমতোই ফোডেন , সাকা , বেলিংহ্যামদের অনুশীলন করাচ্ছেন তিনি। এক্ষেত্রে তার ভরসা হয়ে উঠতে পারেন বর্তমানে বার্নলিতে সই করা ইংল্যান্ডের তারকা রাইট ব্যাক কাইল ওয়াকার। বরাবরই ইংলিশ ফুটবলে স্কিলের দাপট অতটা বেশি দেখা যায়না। তার চেয়ে লং বল মেথডেই খেলতে পছন্দ করেন ইংল্যান্ডের ফুটবলাররা। ববি চার্লটন থেকে , ডেভিড বেকহ্যাম , ওয়েন রুনি বা হালফিলে ফিল ফোডেন , হ্যারি কেন , সাকা , ডেক্লেন রাইসরাও খেলেছেন এই পদ্ধতিতেই। ইংল্যান্ডের খেলায় গরিমা ফেরাতে এবার তাই পুরোনো পদ্ধতিতেই জোর দিতে চাইছেন এই জার্মান ভদ্রলোক। আগামী বিশ্বকাপেও টুচেল এই পদ্ধতিতেই ইংল্যান্ড দলকে খেলাবেন বলেই ধারণা করা যেতে পারে । গত ম্যাচে ভিলা পার্ক স্টেডিয়ামে এন্ডোরার বিরুদ্ধে খুব কষ্টার্জিত জয় এসেছিল ইংল্যান্ডের। বিশ্বের ১৭৪তম র্যাঙ্ক এন্ডোরার। তাদের বিরুদ্ধেও বিশ্বের ৪ র্যাঙ্কিংয়ের দল ইংল্যান্ডকে বেশ পরিশ্রম করতে হচ্ছিল গোল করার ক্ষেত্রে। একটি আত্মঘাতী এবং ডেক্লেন রাইসের গোলে জিতলেও খেলার ধরণ নিয়ে যথেষ্টই প্রশ্নচিহ্ন ছেড়ে গেছিলেন টুচেল। এবার দেখার বুধবার সার্বিয়ার বিরুদ্ধে বেলগ্রেডে পুরোনো ধাঁচের ফুটবল ধরণে ফেরার সঙ্গে সঙ্গে ইংল্যান্ড তাদের পুরোনো ছন্দও ফিরে পায় কিনা।
সোমবার রাতে তুর্কিকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে ৬-০ গোলে পর্যদুস্ত করেছে স্পেন। হ্যাটট্রিক করেছেন মাইকেল মেরিনো। জোড়া গোল করেছেন পেড্রি এবং একটি গোল করেছেন ফেরান টোরেস।
মন্তব্যসমূহ :0