জুয়েল রানার পরই এবার রেন্টু সেখ। ভিন রাজ্যে কাজে গিয়ে আবারও খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক। মুম্বাইয়ে ওই যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।
রানিতলা থানার আমডহরার বাসিন্দা রেন্টু সেখ। শনিবার সকালে মৃত্যু সংবাদ পৌঁছায় বাড়িতে। জানা গিয়েছে, আমডহরার বাসিন্দা রেন্টু সেখ সাত মাস আগে মুম্বাইয়ে রাজমিস্ত্রীর কাজে গিয়েছিলেন। শনিবার সকালে স্থানীয় এক যুবক রিন্টু সেখকে লোহার রড দিয়ে মাথায় মারে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন রেন্টু। অভিযুক্তের ফাঁসির দাবি তুলছেন মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা।
মৃতের মা আনেরা বেওয়া ঘটনায় দোষীদের শাস্তি চেয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ওড়িশার সম্বলপুরে নৃশংস ভাবে খুন করা হয় সুতির বাসিন্দা জুয়েল রানাকে। আবার এক পরিযায়ীর মৃত্যুতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
মৃতের বাড়িতে যান ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের নেতা কামাল হোসেন।
বারবার বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। বিজেপি-আরএসএস’র উগ্র হিন্দুত্ববাদী রাজীনতিতে ছড়ানো বিদ্বেষের শিকার হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের তৎপরতার অভাবে ক্ষোভ রয়েছে সর্বত্র। শুক্রবারই বহরমপুরে মুর্শিদাবাদের জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ জানিয়েছে মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়ন।
Migrant Murshidabad Murder
এবার মুম্বাইয়ে পিটিয়ে হত্যা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে
×
Comments :0