ANWAR EAST BENGAL

আনোয়ার: মাঠে নামার আগে বাইরের লড়াইয়ে ব্যস্ত লাল হলুদ

খেলা

লড়াই যেন শেষ হয়েও হচ্ছে না আনোয়ারের। গত মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, পিএসসি তার রায়ে ৪ মাস নির্বাসন করে আনোয়ারকে এবং ১২ কোটি জরিমানা করা হয় ইস্টবেঙ্গল, দিল্লি এফসি ও আনোয়ার আলিকে।

এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিল ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি। তাদের বক্তব্য যে একজন খেলোয়াড়ের পা থেকে বল কেড়ে নেওয়াটা মোটেই ঠিক কাজ নয় । ২০২৫’র জানুয়ারি থেকে যে ‘উইন্টার ট্রান্সফার উইন্ডো’ চালু হবে সেখানে থেকে কোনো খেলোয়াড়কেই সই করাতে পারবে না ইস্টবেঙ্গল। 
প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি (পিএসসি)‘র তরফ থেকে দেওয়া যে না অবজেকশন সার্টিফিকেটের (NOC) জেরে ইস্টবেঙ্গলে সই করেছিলেন আনোয়ার। এইবার দিল্লি হাইকোর্ট থেকে এই NOC খারিজ করা হল। অর্থাৎ এই মুহূর্তে তিনি ইস্টবেঙ্গলের খেলোয়াড় নন। শনিবার এই বিষয়ে শুনানি হবে দিল্লি হাইকোর্টে। তাই সব মিলিয়ে শনিবার, ১৪ সেপ্টেম্বর, বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে মাঠের বাইরের লড়াইয়ে ব্যস্ত লাল হলুদ ব্রিগেড।

Comments :0

Login to leave a comment