মণিপুরে নতুন করে হিংসা বৃদ্ধির মধ্যে, মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অস্ত্রাগারগুলিকে আবার টার্গেট করা হয়, যার ফলে ভিড়ের মধ্যে থাকা এক ব্যক্তি নিহত হয় যে নিজেই একটি অস্ত্রাগার লুঠ করার চেষ্টা করেছিল।
বিশেষ করে মেইতেই-সংখ্যাগরিষ্ঠ ইম্ফল পূর্ব জেলা এবং কুকি-জোমি অধ্যুষিত কাংপোকপি জেলায় চলতি সপ্তাহে তীব্র গুলির লড়াই চলছে। মঙ্গলবার বিভিন্ন অংশে গোলাগুলি চলতে থাকায় মণিপুরের পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর অন্তত দু’বার চেষ্টা করে উত্তেজিত জনতা।
মঙ্গলবার রাতে ইম্ফল ইস্টের পাঙ্গেইতে ষষ্ঠ আইআরবি ব্যাটালিয়নে হামলা চালানোর চেষ্টার সময় একজনের মৃত্যু হয়। নিরাপত্তা বাহিনী জনতাকে ধাক্কা দিলে ওই ব্যক্তি আহত হন এবং জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে যাওয়ার পথে তিনি আহত হয়ে মারা যান।
Manipur ethnic conflict
মণিপুরে নতুন করে হিংসায় হত ১
×
Comments :0