অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উইলনগাব্বা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে জয় অজিদের। ম্যাচে সেরার পুরস্কার পেলেন গ্লেন ম্যাক্সওয়েল। এই ম্যাচে দুই দলের ব্যাটিং লাইনই মুখ থুবড়ে পড়েছিল। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক রিজওয়ান। প্রথম ইনিংসে ম্যাট শর্ট ৭ রান , ফ্রেসার ৯ রান ও ডেভিড ১০ রান করে আউট হন। অস্ট্রেলিয়ার হয়ে প্রধান রান তোলেন ম্যাক্সওয়েল। ১৯ বলে মোট ৪৩ রান করে আব্বাস আফ্রিদির বলে আউট হন গ্লেন । গ্লেন ছাড়াও আব্বাস আউট করেন ডেভিডকেও । এছাড়াও পাকিস্তানের হয়ে দারুণ বোলিং করেন হ্যারিস রউফ ওনাসিম শাহ । দুইজনেই একটি করে উইকেট নেন । মাত্র ৭ ওভারেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ৪ উইকেট খুইয়ে তারা করে মোট ৯৩ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই সহজ লক্ষ্যপূরণেও ব্যর্থ হলেন পাকিস্তানের ব্যাটাররা। ফারহান ( ৮ রান ) , রিজওয়ান ( ০ রান ) , বাবর আজম ( ৩ রান ) , উসমান খান ( ৪ রান ) , ইরফান ( o রান) , হেসেবুল্লাহ খান ( ১২ রান ) একে একে প্যাভিলিয়নে ফেরেন। আব্বাস ও শাহিন আফ্রিদি করেন ২০ ও ১১ রান । ৭ ওভারে ৯ উইকেট খুইয়ে মোট ৬৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। আগামী শনিবার ১৬ নভেম্বরে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
PAKISTAN vs AUSTRALIA
টি টোয়েন্টিতে পাকিস্তানকে হারালো অস্ট্রেলিয়া
×
Comments :0