জমির অধিকার, জলের অধিকারের দাবিতে লড়ছেন মানুষ। লড়ছেন দুর্নীতি-দুষ্কৃতী জোটের মদতে চলা তৃণমূলের লুটতন্ত্রের বিরুদ্ধে। আর তৃণমূলের অন্যায় আড়াল করতে হিন্দু-মুসলিম করছে বিজেপি। লড়াই সেই রাজনীতির বিরুদ্ধেও।
সন্দেশখালির লড়াই প্রসঙ্গে ফের এই বার্তা দিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বুধবার কলকাতায় মুজফ্ফর আহমদ ভবনে সাংবাদিক সম্মেলন করেন তিনি।
সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য এবং সারা ভারত খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দারকে বৃহস্পতিবার বসিরহাট আদালতে তোলা হবে। এর আগে তিনদিনের পুলিশ হেপাজত হয়েছে তাঁর। গত রবিবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বসিরহাটে জমায়েত ডেকেছে সিপিআই(এম)।
সেলিম জানান সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রমের নেতৃত্বে হবে জমায়েত। সন্দেশখালিতেও যেতে পারেন পার্টি নেতৃবৃন্দ। বৃহস্পতিবারই রাজ্যজুড়ে বিক্ষোভ হবে এ রাজ্যে তৃণমূলের এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রে বিজেপি’র সরকারের নির্দেশে পুলিশি দমনের বিরুদ্ধে।
সেলিম বলেছেন, ‘‘নিরাপদ সর্দার সন্দেশখালির প্রাক্তন বিধায়ক। বারবার আক্রান্ত হয়েছেন, সন্দেশখালিতে নিয়মিত থাকতে পারতেন না। মানুষ তাঁর কাছে সঙ্কটের কথা জানাতেন। তাঁকেই গ্রেপ্তার করে রেখেছে তৃণমূল সরকার।’’
সন্দেশখালি প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘অসংখ্য জায়গায় এমন লুটের রাজত্ব চলছে। চাষবাস, মাছ ধরা, কুটির শিল্প ধ্বংস করা হচ্ছে। রোজগারের জন্য নির্ভরশীল করা হচ্ছে আর সেখান থেকে লুট হচ্ছে।’’
পূর্বতন বামফ্রন্ট সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘ভূমিসংস্কার করে জমির অধিকার স্বীকৃত হয়েছিল। এখন জমি থেকে উৎখাত করা হচ্ছে। কোনও জমির রেকর্ড মানা হচ্ছে না। আর বিজেপি’র আইটি সেল, কেন্দ্রীয় মন্ত্রীরা, এখানকার সাঙ্গোপাঙ্গোরা সেটাকে হিন্দু-মুসলিম, রোহিঙ্গা-বাংলাদেশি করা চেষ্টা করছে।’’
তাঁর সংযোজন, ‘‘আসলে সবসময় তৃণমূলের অপরাধকে ঢাকার চেষ্টা করে বিজেপি। আর তৃণমূল সুযোগ করে দেয় বিজেপি’কে নাটক করার।’’ তিনি বলেন, ‘‘আমরা দুর্নীতি, লুটতন্ত্রের বিরুদ্ধে। সাম্প্রদায়িক বিভাজন প্রতিরোধের লড়াইও চলবে।’’
SANDESHKHALI BJP TMC
সন্দেশখালিতে তৃণমূলের অন্যায় আড়াল করতে বিভাজন বিজেপি’র: সেলিম
×
Comments :0