MALLIKARJUN KHARGE SEATS

দু’শোতে আটকে যাবে বিজেপি, ‘জিতবে ইন্ডিয়া’, বলছেন খাড়গে

জাতীয়

দেশের জনতা ‘ইন্ডিয়া’-র সঙ্গে। সব রাজ্যে এগিয়ে ‘ইন্ডিয়া’। সাক্ষাৎকারে সরকার গঠন প্রসঙ্গে এভাবেই আস্থা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 
রবিবার মহারাষ্ট্রের ধুলেতে নির্বাচনী জনসভা করেছেন খাড়গে। সেখানেও তিনি বলেছেন, ‘‘জনতা ঠিক করে নিয়েছে বিজেপি-কে আর সরকারে ফেরাবে না।’’ খাড়গে বলেছেন, ‘‘বিজেপি দু’শো আসনের আশেপাশেই আটকে যাবে। এনডিএ’র পক্ষে চারশো আসন পাওয়া তো অনেক পরের কথা।’’
নির্বাচন কমিশনের ভূমিকায় লাগাতার ক্ষোভ জানাচ্ছেন ‘ইন্ডিয়া’ মঞ্চের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি জনসভায় ধর্মীয় বিভাজনে কিভাবে উস্কানি দিচ্ছেন তার বিশদ কমিশনে পাঠিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। প্রথম দু’দফার ভোটে কমিশনের দেওয়া তথ্যে অসঙ্গতির অভিযোগ জানিয়েছেন খাড়গেও। ‘ইন্ডিয়া’ মঞ্চের দলগুলিকে চিঠি লিখে সরব হওয়ার আবেদন জানিয়েছেন। এরপর নির্বাচন কমিশন তাঁকেই চিঠি পাঠিয়ে এমন মন্তব্যে খেদ জানিয়েছে। 
খাড়গে বলেছেন, এটা আশ্চর্যজনক যে নির্বাচন কমিশন ‘ইন্ডিয়া’ মঞ্চের নেতাদের পাঠানো চিঠি নিয়ে মন্তব্য করছে। কিন্তু কমিশনকে সরাসরি প্রশ্ন করা হলেও জবাব দিচ্ছে না। মুখ্য নির্বাচন কমিশনারকে পাঠানো চিঠিতে তিনি বলেছেন, ‘‘ক্ষমতাসীন দলের নেতারা যে স্পষ্ট সাম্প্রদায়িক ও বিদ্বেষভাষণ দিচ্ছেন। অথচ নির্বাচন কমিশন কোনও তৎপরতা দেখাচ্ছে না।’’
প্রথম দু’দফায় সংসদীয় কেন্দ্র ধরে মোট ভোটদাতার পরিসংখ্যান প্রকাশ করেনি কমিশন। ইয়েচুরি তা নিয়েও পাঠিয়েছেন চিঠি। কমিশন যদিও জবাব দেয়নি। প্রথম দু’দফার ভোটের পর ভোটদানের চূড়ান্ত হার জানাতেও দেরি করেছে কমিশন। চূড়ান্ত পরিসংখ্যানে ৬ শতাংশ বৃদ্ধি হয়েছে ভোটদানের হারে, যাকে অস্বাভাবাকি হিসেবেই চিহ্নিত করেছেন ‘ইন্ডিয়া’ নেতৃবৃন্দ। খাড়গেও তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।   
পাঁচ পৃষ্ঠার এক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের প্রথম দুই দফায় অব্যবস্থাপনা এবং ভোটদানের তথ্য প্রকাশে বিলম্বের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। খাড়গের অভিযোগকে ‘‘অযৌক্তিক’’, ‘‘তথ্য ছাড়াই’’ এবং ‘‘বিভ্রান্তি ছড়ানোর পক্ষপাতদুষ্ট ও ইচ্ছাকৃত প্রচেষ্টার’’ প্রতিফলন বলে অভিহিত করেছে।
‘ইন্ডিয়া’ নেতৃবৃন্দ বলছেন, কমিশন বিজেপি নেতাদের, বিশেষত প্রধানমন্ত্রী মোদী আদর্শ আচরণবিধি ভাঙলেও চুপ থাকছে। কিন্তু সামান্য অভিযোগের ভিত্তিতেও বিরোধী নেতাদের নোটিশ জারি করেছে। 
খাড়গে যদিও সাক্ষাৎকারে বলেছেন, ‘‘ঘৃণার রাজনীতি হারবে। সৌহার্দ্য জয়ী হবে। ‘ইন্ডিয়া’ জয়ী হবে।’’ কংগ্রেস সভাপতিকে প্রশ্ন করা হয় এই আত্মবিশ্বাসের উৎস কী? তাঁর জবাব, ‘‘জনতার সাড়া যেভাবে মিলছে তাতে নিশ্চিত যে সরকার বিজেপি গড়তে পারবে না। সব স্তর থেকে খবর আসছে। আমরা প্রত্যেক এলাকায় যাচ্ছি।’’
খাড়গের যুক্তি, ‘‘তামিলমাডু, কেরালায় বিজেপি কোনও আসন পাবে না। কর্ণাটকে বিজেপি গতবার প্রায় একশো শতাংশ আসন পেয়েছিল। এবার কংগ্রেস এগিয়ে রয়েছে। তেলেঙ্গানাতেও ফল ভালো করবে কংগ্রেস।’’ 
কিন্তু উত্তর ভারতে কী হবে? খাড়গে বলেছেন, ‘‘রাজস্থান বা মধ্য প্রদেশের মতো রাজ্য যেখানে ২০১৯’র ভোটে সব আসন প্রায় বিজেপি’র ছিল, এবার নিশ্চিতভাবে কমছে সেখানে। বিজেপি ২০০’র আশেপাশেই আটকে যাবে।’’

Comments :0

Login to leave a comment