বাংলাদেশের দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জমি বন্টন দুর্নীতি মামলায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এই মাসের শুরুতে, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে এটি দ্বিতীয় বড় রায়।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খান মহম্মদ মইনুল হাসান (লিপন) জানান, আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছিলেন। তবে এই মামলায় অন্যতম আসামি খুরশিদ আলমের আইনজীবী শাহীনুর রহমান দাবি করেন যে তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ কমিশন আদালতে প্রমাণ করতে সক্ষম হয়নি।
শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দাবি তাঁদের পরিবার যাতে নির্বাচনে লড়তে না পারে তার জন্যই একের পর এক রায় দেওয়া হচ্ছে। বাংলদেশের সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, ‘‘এই রায়গুলোর মূল উদ্দেশ্যই হলো যাতে আমার মা, আমার পরিবারের কেউ নির্বাচন করতে না পারে।’’
উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে সরকারবিরোধী বিক্ষোভের পর শেখ হাসিনা দেশ ছাড়েন।
বাংলাদেশের সংবাদমাধ্যমে খবর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পূর্বাঞ্চল নিউ টাউন প্রকল্পে জমি বরাদ্দ সংক্রান্ত তিনটি পৃথক দুর্নীতি মামলার প্রতিটিতে হাসিনাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যার মোট সাজা ২১ বছর। এর অর্থ হলো, তিনটি মামলাতেই তাকে আলাদা আলাদা সাজা ভোগ করতে হবে। ঢাকার বিশেষ বিচার আদালত-৫’র বিচারপতি মহম্মদ আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় রায় ঘোষণা করেন। ২৩ নভেম্বর সরকার পক্ষ এবং আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। এরপর আদালত রায়ের জন্য একটি তারিখ নির্ধারণ করে। আজ সেই অনুযায়ী রায় দেওয়া হয়।
এদিন রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি বিজিবি সদস্যরাও মোতায়েন ছিল।
রায় ঘোষণার সময় কেবল খুরশিদ আলম আদালতে উপস্থিত ছিলেন। পলাতক অন্য আসামিরা যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাননি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি।
বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে চলতি বছর জানুয়ারিতে পৃথক ৬ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এসব মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়।
Sheikh Hasina
জমি দুর্নীতি মামলায় ২১ বছরের সাজা হাসিনাকে
×
Comments :0