BARANAGAR MARTYES

শহীদ স্মরণ বরানগরে, গণতন্ত্র ফেরানোর সংগ্রামের শপথ

জেলা

শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো হচ্ছে বরানগরে।

’৭১-এ শুরু আধা ফ্যাসিস্ট সন্ত্রাসের সময়ে ১৩ আগস্ট বরানগরে খুন করা হয়েছিল সিপিআই(এম) কর্মী ও নেতাদের। ৭১-৭২' এর  সন্ত্রাসে বরানগর-কাশিপুর হত্যাকাণ্ডে নিহত শহীদ কমরেডদের স্মরণে হয়েছে সভা।

রবিবার বরানগর বামফ্রন্টের পক্ষ থেকে সিঁথির মোড়ে বরানগর কাশিপুর হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিফলকে মাল্য দান করেন বরানগর বামফ্রন্টের আহ্বায়ক  কমরেড অশোক ভট্টাচার্য, সিপিআই(এম) নেতা কিশোর গাঙ্গুলী, সানু রায় , সিদ্ধার্থ গাঙ্গুলী সহ বরানগরের সিপিআই(এম) নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কমরেড অরুণা ভট্টাচার্য। শহীদদের স্মৃতিতে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের মহা সংগ্রামে সকলে আরো ঐক্যবদ্ধ লড়াইয়ের শপথ নেওয়া হয়। 

Comments :0

Login to leave a comment