SCHOOL GIRLS FOOTBALL

রাজ্যে ছাত্রীদের ফুটবলে সেরা নন্দঝার হাই স্কুল

রাজ্য খেলা

অনূর্ধ্ব ১৭ বালিকা সুব্রত কাপে রাজ্য চ্যাম্পিয়ন গোয়ালপোখরের নন্দঝার তপশিলি আদিবাসী হাই স্কুল। ছবি: তপন বিশ্বাস

অনূর্ধ্ব ১৭ বালিকা সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় রাজ্য চ্যাম্পিয়ন হলো গোয়ালপোখরের নন্দঝার তপশিলি আদিবাসী হাই স্কুল। বুধবার কলকাতার জিডি ময়দানে ফাইনালে গোয়ালপোখরের নন্দঝাড় হাই স্কুল দক্ষিণ দিনাজপুরের সরলা ভূপেন্দ্রনাথ সরকার হাই স্কুলকে ৩-০গোলে হারিয়ে দেয়। 
খেলার প্রথম অর্ধে দিয়া বিশ্বাস জোড়া গোল পান। একই অর্ধে নেহা বাড়ৈ অপর গোলটি করে। উল্লেখ্য মঙ্গলবার পুরুলিয়ার বড় গ্রাম হাই স্কুলকে ৫-০ গোলে সেমিফাইনালে হারায় নন্দঝার হাই স্কুল। এছাড়া উত্তর ২৪ পরগনার কান্তরা হাই স্কুলকে সেমিফাইনালে হারায় সরলা হাই স্কুল।
গত ২৮ জুন দার্জিলিংয়ের লেবং গোর্খা স্টেডিয়ামে উত্তরবঙ্গ থেকে জেলাস্তরের চ্যাম্পিয়ন স্কুলগুলি মুখোমুখি হয়। সেখানে উত্তরবঙ্গ ক্লাস্টার কাপে মুখোমুখি হয়েছিল এই দু'টি স্কুল। খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল নন্দঝাড় হাই স্কুল এবং রানার্স হয় সরলা ভূপেন্দ্রনাথ সরকার হাই স্কুল। ফের ফাইনালে মুখোমুখি হয় দু'দল। এবার রাজ্যস্তরের ফাইনালে উত্তরবঙ্গের দুটি স্কুল উঠায় খুশি দু'টি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা।
নন্দঝাড় হাই স্কুল দলের কোচ চন্দন পাল বলেন, "আমাদের স্বপ্ন ছিল রাজ্য চ্যাম্পিয়ন হওয়া। এবার রাজ্যের প্রতিনিধি হিসেবে জাতীয় চ্যাম্পিয়ন শিপে ভালো ফল করা আমাদের পাখির চোখ।” নন্দঝাড় হাই স্কুলের প্রধান শিক্ষিকা রুমা দাস বলেন, "আশা করছি, মেয়েরা দিল্লিতে ভাল ফুটবল খেলবে। ওরা চ্যাম্পিয়ন হবে।”
 

Comments :0

Login to leave a comment