হাইকোর্টে স্বস্তি কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় সরাস্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের। বৃহষ্পতিবার জলপাইগুড়িতে অবস্থিত কলকাতা হাইকোর্টের সার্কিটবেঞ্চে জামিনের আবেদন মঞ্জুর হয় কেন্দ্রীয় সরাস্ট্র প্রতিমন্ত্রীর। তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাকে।
২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর একটি ঘটনায় কেন্দ্রীয় সরাস্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে নিম্ন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। সার্কিট বেঞ্চে মামলার শুনানি চলছিলো। সম্প্রতি সুপ্রিম কোর্টের দারস্থ হয়ে ছিলেন নিশীথ প্রামানিক। শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলার শুনানির নির্দেশ দেয়। বৃহষ্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করে। তবে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কোর্টে আত্মসমর্পণ করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে। একই সঙ্গে এই মামলায় পুলিশকে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত।
Comments :0