Ranji Trophy Bengal

হরিয়ানার বিরুদ্ধে হেরে রঞ্জিতে স্বপ্ন শেষ বাংলার

খেলা

রঞ্জি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে হার বাংলা দলের। ৮৫ রানেই অলআউট হয়ে যায় বাংলা দল । কল্যাণীর বেঙ্গল ক্রিকেট গ্রাউন্ডের মাঠে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রান করলো বাংলা দল।  দ্বিতীয় ইনিংসে হরিয়ানা ৩৬৯ রান করে। সেই রান তাড়াকরতে নেমে বাংলা দল মাত্র ৮৫ রানেই অলআউট হয়ে যায়। বছর পনেরোর অঙ্কিতের ব্যাট থেকে আসে ২১ রান। প্রথম দিকে মাত্র ২৯ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল অনুষ্টুপের দল। ২৫ রানে নটআউট থেকে কিছুটা লড়াই করলেও ঋদ্ধিমানের এই লড়াইয়ে জয় এল না বাংলার। ২০১৬ সালে বরোদার বিরুদ্ধে ৭৬ রানে শেষ হয়েছিল বাংলা দলের ইনিংস। তারপর শনিবারের এই স্কোর তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন