crocodile

কুমিরের আতঙ্ক নিয়েই মহালয়ার স্নান

জেলা

ভাগীরথী নদীতে কুমিরের দেখা মেলায় আতঙ্ক নিয়েই রবিবার মহালয়ার স্নান সারলেন স্নান যাত্রীরা। প্রতিবছরই মহালয়ায় কালনা ১ ব্লকের ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতের মালতিপুর স্নানের ঘাটে ভিড় জমে স্নান যাত্রীদের। এবারও তার ব্যতিক্রম হয়নি তবে এবার কুমির আতঙ্ক নিয়ে। কারণ বেশ কয়েকদিন ধরে মালতীপুর স্নানের ঘাটে কুমিরের দেখা মেলে। তার  ভিডিও ভাইরাল হয়। এই নিয়ে বনদপ্তর সজাগ হয়ে মালতিপুর স্নানের ঘাটে মহালয়ার দিন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এদিন তারা ভাগীরথী নদীতে জলে বেশ কয়েকটি জল বোমা ফাটায়। স্নানযাত্রীদের বেশি জলে না নামার আবেদন করেন বনকর্মীরা।

Comments :0

Login to leave a comment