Swimmer Sayani Das

পঞ্চম চ্যানেল জয়ের লক্ষ্যে জলে নামলেন সায়নী

খেলা

পঞ্চম চ্যানেল জয় করতে কালনার সায়নী দাস শুক্রবার নর্থ চ্যানেলের জলে নামলেন নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর। উত্তর আয়ারল্যান্ড ও স্কটলান্ডের মাঝামাঝি অবস্থিত সব থেকে শীতলতম এই চ্যানেলে সায়নী দাসের নামার কথা ছিল ব্রিটেনের সময় অনুযায়ী সকাল সাড়ে সাতটায়। কিন্তু এই চ্যানেল পার করার জন্য সায়নী জলে নামেন সকাল ৭:৪৫ মিনিটে। সায়নী দাসের সঙ্গে থাকা বাবা তথা তাঁর কোচ রাধেশ্যাম দাস জানান, সবই এখন ঠিকঠাক চলছে।
উল্লেখ্য সপ্তসিন্ধু পাড় করার নেশায় জড়িয়ে পড়া কালনা শহরের সাঁতারু সায়নী দাস বিগত মার্চ মাসের শেষের দিকে জয় করেন নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল। ২৯.৫ কিমি দীর্ঘ এই চ্যানেল পার করতে লেগেছে তাঁর ১১ ঘণ্টা ৫১ মিনিট।  ইতিপূর্বে সায়নী দাস ২০১৭ সালে ইংলিশ,  ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট(সপ্তসিন্ধুর অন্তর্ভুক্ত নয়)এবং ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। এই চ্যানেলগুলি জয়ের পর ২০২২ সালে হাওয়াই দ্বীপপুঞ্জের ৪৪ কিমি দীর্ঘ মলোকাই চ্যানেল জয় করেন। এই নর্থ চ্যানেল জয় করার পর সপ্তসিন্ধুর বাকি থাকবে আরো দুটি চ্যানেল, জিব্রালটার এবং সুগারু। নর্থ চ্যানেল জয় করে কালনা শহরে ফেরার পর তিনি পরবর্তী দুটি চ্যানেল পার করার জন্য প্রস্তুতি শুরু করবেন বলে সায়নী দাস জানিয়েছেন।
 

Comments :0

Login to leave a comment