মোদি সরকার পরাজিত না হলে দেশ ‘কালো দিন’ প্রত্যক্ষ করবে, নিশানা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের। দলের মুখপত্র 'সামনা'কে দেওয়া এক সাক্ষাৎকারে উদ্ধব ঠাকরে বলেন, ভারতের জনগণই তাদের নেতাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
তিনি বলেন, বর্তমান সরকার পরাজিত হলে দেশের ভবিষ্যৎ শান্তিপূর্ণ হবে এবং গণতন্ত্র বিকশিত হবে। তা না হলে দেশ কালো দিন দেখবে। আচ্ছে দিন (সুদিন) কখনো আসেনি, কিন্তু কালো দিন আসবে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, দুর্নীতিগ্রস্তদের সুরক্ষাই ‘মোদি গ্যারান্টি’।
শিবসেনা (ইউবিটি) নেতার দাবি, বিজেপি দুর্নীতিগ্রস্তদের দলে অন্তর্ভুক্ত করে তাদের সুরক্ষার আশ্বাস দেওয়ার পর থেকে অন্যান্য সমস্ত রাজনৈতিক দল দুর্নীতিগ্রস্তদেবিজেপিতে পাঠিয়ে দিয়ে ‘শুদ্ধ’ হচ্ছে। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উদ্ধব ঠাকরে বলেন, ‘‘উনি (প্রধানমন্ত্রী) তাঁর ভাষণে পাকিস্তানকে রেখেছেন কিন্তু বিরোধীরা ভারতের কথা বলছেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে নির্বাচনী আলোচনায় ‘‘রাম’’কে আনার অভিযোগও করেছিলেন কারণ শাসক দলের উন্নয়নের ক্ষেত্রে বলার মতো কিছুই নেই।
Comments :0