আসন্ন বিধানসভা নির্বাচন। এই আবহে ফের বোমা উদ্ধারের খবর পাওয়া গেলো বীরভূমে। শনিবার পাঁড়ুই থানার বোলপুর সিউড়ি রাস্তার কোপাই নদীর ব্রীজের কাছে রাস্তার ধারে কেন্দ্রডাঙ্গাল গ্রামের মাঠের মধ্যে একটি জঙ্গলে বোমা মিলল প্লাস্টিকের মধ্যে। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে পাঁড়ুই থানা ও জেলা পুলিশের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনা স্থলে আসে এবং পুলিশ তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর ঝোপের মধ্যে বোমা রাখা আছে বলে লক্ষ্য করে। পুলিশ সঙ্গে সঙ্গে সেই স্থানটিকে দিয়ে ঘিরে রেখে বোমস্কোয়াডকে খবর দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপ চাঞ্চেলের সৃষ্টি হয়। ওই স্থানে কয়েকটি বাড়ি রয়েছে বলে জানা গেছে।
বীরভূমের বিরোধী নেতৃত্ব বলেন, ‘‘ভোট এলেই বীরভূম জেলা বার বার খবরের শিরনামে উঠে আসে। ইতি পূর্বে ২০১১ সালের আগে থেকেই শাসক দল গ্রাম দখলের লড়াই শুরু করে পাঁড়ুই থানা এলাকায়। খুন সন্ত্রাস ও ব্যাপক বোমাবাজি করে মানুষকে ভীতসন্ত্রত করে বিরোধীদের এলাকা ছাড়া করেছে।’’ সিপিআই(এম) জেলা সম্পাদক গৌতম ঘোষ ঘটনা প্রসঙ্গে তিনি তাঁর প্রতিক্রিয়ায় জানান, ‘‘ভোটের আগে শাসক দল এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই বার বার এটা করে আসছে। এটা নতুন কিছু নয়। পুলিশকে জেলায় সমস্ত বেআইনি অস্ত্র ও মজুত বোমা উদ্ধার করতে হবে। এবং কেন্দ্রডাঙ্গালে ওই বোমা কারা রেখেছে পুলিশকে তাদের খুঁজে বার করে হবে।’’
পাঁড়ুই থানার ওসি পার্থ ঘোষ জানান, সেখানে কত গুলি বোমা রয়েছে এখনও জানা যায়নি। জেলা সিআইডি বোমস্কোয়াডে খবর গেছে তারা এসে বোমা গুলিকে নিঃসক্রিয় করা হবে। কে বা কারা সেখানে বোমা রেখেছে পুলিশ জোরদার তদন্ত শুরু করছে। খবর লেখা পর্যন্ত বোমা নিঃসক্রিয় টিম সেখানে এসে পৌঁছায়নি।
Bomb Recovered
ফের বোমা উদ্ধার বোলপুরের জঙ্গলে
বোমা মজুত স্থানকে ঘিরে রেখেছে পুলিশ।
×
Comments :0