মেমারি স্টেশনে সকাল ৭ টায় পুলিশ হাওয়া খাচ্ছে। আর অবাধে লুঠের ভোট চলছে।
জাবুই ৪৬ ও ৪৭ নম্বর বুথে শুখু সিভিক পুলিশ আছে। আপত্তি জানালেও শোনা হচ্ছে না। অথচ হাইকোর্টের রায় অনুযায়ী সিভিক দিয়ে ভোট করানো যায় না।
নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ জানাচ্ছেন সিপিআই (এম) নেতৃত্ব।
সাতসকালে জলপাইগুড়ির মালবাজারের তেশিমলায় গন্ডগোল হয়েছে। মাত্র একজন পুলিশ অসহায় দর্শক।
উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের ১৩ টা অঞ্চলের মধ্যে ৬ টি অঞ্চলে সাড়েন'টার মধ্যে বেশিরভাগ বুথ দখল করা হয়েছে। যে সব অঞ্চলে ভোট হচ্ছিল সেখানেও দখল শুরু হয়েছে । বহু বুথে আগের দিন রাত থেকে গুলি বোমা পড়েছে। সরাসরি ভোটার দের বাড়ি গিয়ে ভোট দিতে বারণ করা হয়েছে ।
Comments :0